Bidevertiser

Saturday, 26 March 2011

ইন্টারনেটে টাকা ইনকামের বাংলা ই-বুক




ইন্টারনেটে টাকা ইনকামের বাংলা ই-বুক

ইন্টারনেটে টাকা ইনকামের ই-বুক সম্মন্ধে আপনারা অবগত আছেন যে, ওয়েবসাইটে আমাদের ভাষায় কোন প্রকার ম্যাটেরিয়াল্‌স নাই, যার মাধ্যমে আপনি ইহা শিখতে পারেন। আমি যখন শুরু করি, তখন এর অভাব আমি প্রচন্ড রকমভাবে বোধ করতাম। তাই সেই ইনটেনশন থেকেই আমার এই ই-বুকটি।

ই-বুকটি জিএনইউ পাবলিক লাইসেন্স এর আন্ডারে লাইসেন্সকৃত, যা আপনি সবার সঙ্গেই শেয়ার করতে পারেন। কিন্তু বিক্রয় করেত পারেন না। আমার সকল ই-বুক্‌স, সফ্‌টওয়্যার ডেমো, টিউটোরিয়াল্‌স তোমাদের সফ্‌টওয়্যার ইনকরপোরেশন এই নামে রেজিষ্ট্রেশনকৃত। যা জিএনইউ এর মাধ্যমে লাইসেন্সকৃত। ওয়েব একটি সফল শেয়ারিং মাধ্যম। তাই এখান থেকে প্রাপ্ত তথ্যাদি বিচারবিশ্লেষণের জন্য আপনার হাতেই ছেড়ে দেয়া হয় একটা প্রমোশন অথবা ডেমো হিসাবে। তাই এই সকল ডেমোর জন্য আমি অথবা আমার করপোরেশন কোনভাবেই এর কোনপ্রকার প্রভাবের জন্য দায়ী নহে।

আমার বইটির ডাউনলোড লিংকটি এইখানে

এছাড়াও আমি বিভিন্ন ধরনের সফ্‌টওয়্যার তৈরী করে থাকি। আমার বর্তমান সফ্‌টওয়্যারের ডেমো এখানে দেখুন। ইহা একটি ইন্সটিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম যা, বিভিন্ন ধরনের কলেজ, স্কুল ব্যবহার করেত পারে।

আমার বর্তমান সফ্‌টওয়্যারের ডেমো প্যাক লিংকটি এইখানে

এছাড়াও আমার অন্যন্য সফ্‌টওয়্যার সম্মন্ধে জানতে যোগাযোগ করুনঃ
tomadersoftwareinc@gmail.com
www.sumonsaha09@gmail.com
krishna_mother@yahoo.com
অথবা
+৮৮০১৭২৯-৪৮৭৮১৮